নয়াগ্রামে হাতি তাড়ানোর বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ অক্টোবর: নয়াগ্ৰামের জঙ্গল লাগোয়া কৃষি জমিতে স্থানীয় কৃষকের হাতি তাড়ানোর বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক লোধা সম্প্রদায়ের যুবককের। মৃত ব্যক্তির নাম সন্তোষ ভক্তা, বাড়ি নয়াগ্ৰাম ব্লকের আম্বিসোল গ্রামে।

মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে স্থানীয় জলাশয়ে আগের দিনের মাছ ধরার জাল তুলতে এসেছিলেন সন্তোষ ভক্তা, কিন্তু ভোরের বেলা বুঝতে পারেননি পাশের জমির কৃষক তার জমিতে হাতি তাড়ানোর জন্য বিদ্যুতের চার্জ দেওয়া তার ঘিরে রেখেছেন। আর সেটা না বুঝতে পেরে সেই তার পেরতে গিয়েই বিদ্যুৎবাহী তারে জড়িয়ে মৃত্যু হয় সন্তোষের। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জীবন এবং জীবিকার তাগিদে মাছ ধরতে এসে এভাবে পরিবারের শক্ত সমর্থ একজনের মৃত্যুর ঘটনায় দিশেহারা মৃতের পরিবার।

এবিষয়ে উল্লেখ্য, নয়াগ্ৰাম তথা জঙ্গলমহলের মানুষের কাছে বর্তমানে হাতি একপ্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।দিনে রাতে হাতি সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙ্গা থেকে নষ্ট করছে চাষের বিঘার পর বিঘা কৃষিজমি। তাই অবৈধ হলেও জঙ্গল লাগোয়া কৃষি জমিতে চাষিরা হাতি আটকাতে বিদ্যুৎবাহী তার বিছিয়ে রাখছেন প্রতি নিয়ত। আর সেই তার জড়িয়ে প্রায়শই মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে। যা আজকের এই ঘটনা সেই মর্মান্তিক বিষয়কে স্মরণ করিয়ে দিল। ঘটনার তদন্তে নেমেছে নয়াগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *