অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২০ জুলাই: গোপীবল্লভপুরে ফের বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ নং ব্লকের মহুলি গ্রামে। মৃত ব্যক্তির নাম ক্ষুদিল মহাপাত্র, বয়স ৪৮ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বাড়ি থেকে ২০০ মিটার দুরে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় হটাৎই বাজ পড়ে। তার পরেই ক্ষুদিল মহাপাত্র মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন তাঁকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে আসনে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই খবর শোনার পর মহুলি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।