একবছরেও বালুরঘাটে পরিস্কার হয়নি ড্রেন, উদাসীন পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নর্দমা সাফাইয়ে হাত লাগালেন শহরেরই এক বাসিন্দা

আমাদের ভারত, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারি: নিবার্চনের দোরগোড়ায় পৌরসভার বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে নর্দমা সাফাইয়ে হাত লাগালেন শহরেরই এক বাসিন্দা। বালুরঘাটের জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের সামনে দীর্ঘ এক বছরেও পরিষ্কার হয়নি নর্দমার নোংরা আবর্জনা। বাধ্য হয়েই এদিন ময়লা সাফাইয়ে হাত লাগান এলাকার ব্যবসায়ী অজয় ঘোষ। সঙ্গে দুজন শ্রমিক নিয়েও কাজ করিয়েছেন তিনি। এমন ঘটনায় পুরসভা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সরব হয়েছেন তিনি।

শহরের জনবহুল এলাকায় বালুরঘাট হাইস্কুল মাঠের পাশে অবস্থিত পুরসভার নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়নি বলে অভিযোগ। যে কারণে নোংরা জল জমে এলাকায় মশার আঁতুড় ঘর তৈরি হয়েছে। বৃষ্টি হলেই পচা দুর্গন্ধ ভরা নর্দমার জল ছাত্রছাত্রীদের খেলার মাঠে উপচে পড়ছে। আর যার জেরে সমস্যায় পড়ছেন শহরের সাধারণ মানুষজনও। দীর্ঘ প্রায় এক বছর ধরে এমন অবস্থা চললেও বর্তমান প্রশাসক পরিচালিত পুরসভা কর্তৃপক্ষ ওই নর্দমা সাফাইয়ের কোনও উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ। ফলে বাধ্য হয়ে এদিন নিজেই ওই নর্দমা সাফাইয়ে হাত লাগান এলাকার বাসিন্দা অজয় ঘোষ। সঙ্গে শ্রমিক লাগিয়েও নর্দমা পরিষ্কার করিয়েছেন তিনি।

অজয় ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার ওই নর্দমা নোংরা আবর্জনায় ভরে ছিল। যার থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। একই সাথে বাড়ছিল মশার উপদ্রব। যার থেকে বাঁচতেই এদিন তিনি নিজ উদ্যোগে এবং শ্রমিক নিয়ে ওইসব নোংরা আবর্জনা পরিষ্কার করেছেন।

বিজেপির বালুরঘাট টাউন সভাপতি সুমন বর্মন বলেন, তাঁরা আগেই পুরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করেছেন। ফলে শহরবাসীর সুবিধা অসুবিধা দেখার কোনও লোক নেই। দীর্ঘ দিন ধরে কোনও নির্বাচন হয়নি পুরসভায়। আর যার জেরে অতি সাধারণ পরিষেবাও পাচ্ছে না বাসিন্দারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here