
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১০ ফেব্রুয়ারি: পুলিশের নজরদারি সত্বেও নদী গর্ভ থেকে বালি তুলে তা পাচার করা হচ্ছে। এবার যোগ হয়েছে অন্য পন্হা।বেআইনিভাবে পাচার কার্য চলছে নম্বর প্লেট বিহীন ট্রাক্টরের সাহায্যে।এভাবেই বালি পাচার করার সময় জয়পুর থানার পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক নম্বর প্লেট হীন ট্রাক্টর।
আজ সকালে ফের একটি নম্বর প্লেট হীন ট্রাক্টর ও তার চালককে গ্রেফতার করা হয়। জয়পুর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার জয়পুর থানার পুলিশ দুটি নম্বর প্লেট হীন ট্রাক্টর আটক করে। বেআইনিভাবে বালি পাচার ও নম্বর প্লেট বিহীন গাড়ি চালানোর দায়ে ঐ দুই ট্রাক্টরের মালিক ও চালকদের গ্রেফতার করা হয়।