শিল্প- ব্যবসা অনুমোদনে এক জানলা পদ্ধতি চালু করছে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক

আমাদের ভারত, ২৩ জুন: শিল্প স্থাপনের অনুমতি হোক কিংবা ব্যবসা করার অনুমতি নিতে গেলে এবার থেকে আর এক অফিস থেকে অন্য অফিস ছুটে ছুটে বেড়াতে হবে না। তৈরি করতে হবে না প্রচুর কাগজের ফাইল। মঙ্গলবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মন্ত্রকের এক পর্যালোচনায় বৈঠকে জানিয়েছেন শিল্প স্থাপন কিংবা ব্যবসার জন্য বিভিন্ন সরকারী অনুমোদনে এবার ডিজিটালি এক জানলা পদ্বতি অনুসরণ করা হবে। প্রাথমিকভাবে ১৪টি রাজ্যকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের সঙ্গে জোড়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি এই ব্যবস্থায় ব্যবসা কিংবা শিল্পে বিনিয়োগে উৎসাহীরা, কোন রাজ্যে কোথায় জমি আছে, সেটা যেমন জানতে পারবেন, তেমনি বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়ার যাবতীয় তথ্য কম্পিউটারের এক ক্লিকে পেয়ে যাবেন।

তাঁর দাবি এর ফলে বিনিয়োগকারীদের আর রাজ্য কিংবা কেন্দ্রের বিভিন্ন অফিসে ছুটে বেড়াতে হবে না। বাড়িতে বসে যাবতীয় নথি পোর্টালে আপলোড করে দিলেই অনুমোদন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৭টি মন্ত্রক প্রত্যক্ষভাবে এই পোর্টালের অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে। আপাতত ১৪ টি রাজ্যকে নিয়ে পরীক্ষামূলক ভাবে কাজ শুরু হবে। তবে পরে সবকটি রাজ্যকে এই পদ্বতির অন্তর্ভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *