আরও বাড়তে পারে পেঁয়াজের দাম, রবিবার বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা : আরও মহার্ঘ হতে পারে পেঁয়াজ। রবিবার কলকাতা সহ সারা রাজ্যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কিলো দরে। কোথাও আবার খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা পর্যন্ত। পাইকারি বাজারে পোস্তা মার্কেটে এদিন পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০০ টাকা কুইন্ট্যাল। কয়েকদিন আগেই খুচরো বাজারে কিলোপ্রতি ৭০-৮০ টাকা দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছিল। এক সপ্তাহে পেঁয়াজের দর কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ।

পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, নাসিক থেকে পেঁয়াজ না আসলে দাম আরও চড়তে পারে। প্রতিদিন নাসিক থেকে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আসে কলকাতার পোস্তা বাজারে। বর্তমানে তা আসছে ২ ট্রাক। অন্যদিকে কর্ণাটকের বেলারি থেকে পেঁয়াজ আসা প্রায় বন্ধ। প্রতিদিন কর্নাটক থেকে ২ ট্রাকের বেশি পেঁয়াজ আসছে না বলে জানান রবীন্দ্রনাথ কোলে। তাই পেঁয়াজের ঘাটতি প্রতিদিন বাড়ছে। পরিস্থিতি পুরোপুরি আয়ত্বে আসতে এখন বেশ কয়েকদিন লাগবে বলে জানান তিনি। তবে কর্ণাটক ও নাসিক থেকে এরকম পেঁয়াজ আমদানি হলে আরও মহার্ঘ হবার আশঙ্কা প্রকাশ করেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here