
আমাদের ভারত, হুগলী, ২৮ জানুয়ারি: ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা আগেও অনেক শুনেছি। এবার রিষরার পিযুসকান্তি ভৌমিকের থেকে অভিনব কায়দায় ১ লক্ষ টাকা নিয়ে নিল অনলাইন হ্যাকাররা। ওএলএক্সে ভুয়ো একাউন্ট খুলে গত ২৩ জানুয়ারি মুর্শিদাবাদের নজরুল শেখ ওএলএক্সে একটি স্করপিও গাড়ি সেল করবে বলে অ্যাড দেয়। সেই অ্যাড দেখে রিষরার বারুজীবীর বাসিন্দা পিযুসকান্তি ভৌমিক গাড়িটা নিতে ইচ্ছা প্রকাশ করেন। ওই স্করপিও গাড়ির মালিক নজরুল শেখের সাথে যোগাযোগ করলে গাড়ির দাম ২ লক্ষ ৪০ হাজার টাকা বলেন। পরে সেই গাড়িটা কেনার জন্য প্রথমে ব্যাঙ্কের মাধ্যমে ৮ হাজার টাকা দিয়ে দেয়। পরের ধাপে ধাপে আরো ৯০ হাজার টাকা দেয় পিযুসকান্তি বাবু।
২২ তারিখ টাকা নেওয়ার পরে গাড়ির মালিক নজরুল শেখ বলেন, আপনার গাড়ি ট্রান্সপোর্টে লোড হচ্ছে একটু পরেই বেরোবে। গাড়ি ট্রান্সপোর্ট লোড হচ্ছে সেই ছবি তুলে পাঠায় রিষরার পিযুসকান্তি বাবুকে। পরের দিন ২৩ তারিখ গাড়ি না আসায় নজরুল শেখকে ফোন করে বলেন, আমার গাড়ি আসেনি তখন নজরুল শেখ বলেন, আপনার গাড়িটা বেরিয়ে গেছে ট্রান্সপোর্ট চার্জটা না দিলে গাড়ি যাবে না। তখন পিযুসকান্তি বাবু বলেন, গাড়ি নিয়ে আমার বাড়িতে আসলেই আমি ট্রান্সপোর্ট চার্জ দিয়ে দেবো। গাড়ির মালিক নজরুল শেষ বলেন, গাড়ি ডানকুনিতে দাঁড়িয়ে আছে আপনি টাকা না দিলে গাড়ি যাবে না আপনার বাড়িতে। তখন পিযুসকান্তি বাবু বলেন, আমি গাড়ি আর নেবো না আপনারদের যা চার্জ কাটার কেটে আমাকে টাকা ফেরত দিয়ে দিন। টাকা দিতে অস্বীকার করলে থানায় অভিযোগ করার হুমকি দেয় পিযুসকান্তি ভৌমিক। তখন গাড়ির মালিকের সাথে তর্কবিতর্ক হলে ফোন কেটে দেয় তারপর থেকে এখনো পযন্ত সেই ফোন সুইচ অফ হয়ে আছে।
পিযুসকান্তি বাবু বুঝতে পেরেছেন আমার সাথে জালিয়াতি করা হয়েছে, তারপরে ২৪ তারিখ চন্দননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন।পিযুসকান্তি বাবু বলেন, আমার যা টাকা যাওয়ার গেছে আর যেনো কোনো মানুষের সাথে এই ভাবে জালিয়াতি না করা হয়।