কেশিয়াড়িতে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! পঞ্চায়েত নির্বাচন আগে একে অপরকে আক্রমণ দুই শিবিরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে যুব তৃণমূলের পক্ষ থেকে কর্মিসভার আয়োজন করা হয় কেশিয়াড়ির বাঘাস্তি ৫নং অঞ্চলের বেনাডিহা এলাকায়। আর এই সভায় একের পর এক তৃণমূল নেতারা নাম না করে তোপ দাগেন দলের অপর শিবিরকে।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা কল্পনা শিট, জেলা এসসি সেলের সভাপতি পঞ্চানন দোলাই, কেশিয়াড়ি ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি পবিত্র শিট, কেশিয়াড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী ছাড়াও তৃণমূল নেতৃত্বরা। সভা থেকে বিরোধী দল বিজেপিকে আক্রমন করেন নেতৃত্বরা।

গত কয়েকদিন আগেই কেশিয়াড়ির ওই বাঘাস্তি অঞ্চলের খড়িপাড়া এলাকায় আয়োজিত হয়েছিল কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্ৰেসের পক্ষ থেকে কর্মিসভা। আর সেই সভা থেকেই কার্যত আবাস দুনীতি নিয়ে আক্রমন করা হয়েছিল বাঘাস্তি অঞ্চলের প্রধানকে, সেই প্রসঙ্গ উল্লেখ করে একদিনের সভা থেকে একের পর এক নেতৃত্বরা নিশানা করলেন ব্লক তৃণমূলের শিবিরকে। পঞ্চায়েত ভোটের আগে কেশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পারদ যে ক্রমশ চড়ছে তা রীতিমতো স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *