শ্রমিক মেলায় ডাক পেলেন না বিরোধীরা

আমাদের ভারত, রামপুরহাট, ২৫ জানুয়ারি: শ্রমিক মেলায় ডাক পেলেন না সিপিএম সমর্থিত বাস শ্রমিকরা। রামপুরহাটের শ্রমিক মেলাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মনে করেন তারা। বিষয়টি দলের মাধ্যমে মহকুমা শাসককে জানানো হয়েছে বলে দাবি তাদের।
শনিবার দুপুরে রামপুরহাট পুরসভার মাঠে শুরু হল শ্রমিক মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামপুরহাট ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ কর্মকার এবং ছবি লেট। মেলায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। মেলা শুরুর আগেই ক্ষোভ প্রকাশ করেন রামপুরহাট বাস স্ট্যান্ডের সিপিএম প্রভাবিত সিটু বাস শ্রমিক সংগঠনের সদস্যরা।

সংগঠনের সম্পাদক খুরশেদ আলম বলেন, “আমাদের চার শতাধিক সদস্য রয়েছেন। তাদের মধ্যে চারশো জন সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত। অথচ আমাদের মেলার কথা একবার কেউ মুখে বলে যায়নি। বাসে করে বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এখানে শাসক দলের কর্মী সমর্থকদের ভুরি ভোজ করানো হচ্ছে। সরকারি টাকা এভাবেই খরচ করছে বিভিন্ন দফতর। বিরোধী হলেই তাদের ডাকা হচ্ছে না। বিষয়টি আমরা দলের মাধ্যমে মহকুমা শাসকের নজরে এনেছি”।

যদিও কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যারা এসেছেন সকলে নিজের টানে এসেছেন। এর জন্য কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চালানো হয়েছিল। তারপর কেউ গোঁসা করে বসে থাকলে কেউ দায়ী নয়”।

এদিকে এদিন শ্রমিক মেলা থেকে দুর্ঘটনা জনিত মৃত্যুর জন্য ৬ জনের হাতে ১২ লক্ষ টাকা, সাধারণ মৃত্যুর জন্য ১৪৩ জনের হাতে ৭১ লক্ষ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেয়। এছাড়া ফাইনাল প্রভিডেন্ট হিসাবে ২৬৯ জনের হাতে ২৩ লক্ষ ৫৮ হাজার ৪৪২ টাকা তুলে দেওয়া হয়। মোট ১২ টি সুবিধা প্রকল্পে ৬১৫ জনের হাতে ১ কোটি ২৫ লক্ষ ২৭ হাজার ২৫১ টাকা তুলে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here