পার্কসার্কাসে সিএএ বিরোধীরা আন্দোলনের নামে নাটক করছে, বললেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জানুয়ারি:
পার্ক সার্কাসের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ওখানে আন্দোলনের নামে নাটক চলছে। নাটক করে কোনও লাভ হবে না বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি।

তিনি বলেন, দেশে অনেক জায়গায় সিএএ বাতিল করার জন্য নাটক করছে আন্দোলনকারীরা। তাদের এই নাটকের জন্য কেন্দ্র পিছু হঠবে না। বরং দিল্লির চার ডিগ্রি সেলসিয়াসে আন্দোলন করতে তাদের ভালো লাগছে, তাই আন্দোলন চলছে বলে মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পাশাপাশি ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের কটাক্ষ করেন তিনি। বিজেপি রাজ্যের মসনদে বসার পর যাদবপুরে কোনও নাটক হবে না। সব নাটক বিজেপি ভেস্তে দেবে বলে যাদবপুরের ছাত্রদের হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here