
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ নভেম্বর: চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের নজির রাখলো বাঁকুড়া জেলা পুলিশ। জেলার প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের সুবিধার্থে আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় সারেঙ্গা থানায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মকান্ডের নামকরন করা হয় “পলক”।
এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি। পলকের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী তেওয়ারি বলেন, “সারেঙ্গা ব্লকের মায়েদের, বোনেদের ও ভাইয়েদের নিঃখরচায় চোখ পরীক্ষার ব্যবস্থা করা হযেছে এই শিবিরের মাধ্যমে। শিবিরে যোগ দিতে আসা মানুষের আবেগ আমাদেরকে উৎসাহিত করেছে আগামীদিনে আরো শিবিরের আয়োজন করার।”