
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর:
ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌর এলাকায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে এ পর্যন্ত ২১ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পৌরসভা সূত্রে জানা গেছে। ওয়ার্ড গুলিতে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় তৎপর হয়েছে পৌর প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়েরিয়া অধ্যুষিত ওয়ার্ডগুলোতে নামানো হয়েছে মেডিকেল টিম। আক্রান্তদের হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে। পানীয় জল দূষণ থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে ঘাটাল মহকুমা স্বাস্থ্য দপ্তর মনে করছে।
ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান জানিয়েছেন, দু’একটি ওয়ার্ডে আন্ত্রিকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিটি ওয়ার্ডে মেডিকেল টিম কাজ করছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বন্যাকবলিত নিচু এলাকা হওয়ায় ক্ষীরপাইয়ে ডায়েরিয়ার এই প্রাদুর্ভাব বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর মনে করছে।