
সৌভিক বন্দ্যোপাধ্যায় কলকাতা, ৮ ফেব্রুয়ারি: শিয়ালদহ ডিভিশনের ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত ট্রাফিক ব্লক ও চতুর্থ লাইন যুক্ত করার জন্য কাল, রবিবার থেকে আগামী রবিবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বহু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি, বেশকিছু দুরপাল্লা ট্রেনের গতিপথ বদলে দেওয়া হবে। জানা গিয়েছে মোট আট দিনে মোট ৩০০ ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্বরেল সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, তাতে কাল রবিবার তিনজোড়া নৈহাটি ও তিন জোড়া কল্যাণী লোকাল বাতিল থাকবে। পাশাপাশি, বালিয়া এক্সপ্রেস, পাটনা এক্সপ্রেস, গৌর এক্সপ্রেস ও জসিডি এক্সপ্রেস দমদম-ডানকুনি লাইন দিয়ে যাবে। পাশাপাশি, এই ক’দিন ট্রেনগুলি ওই লাইন দিয়েই যাতায়াত করবে।
আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নৈহাটি ও কল্যাণী মিলিয়ে সারাদিন প্রায় ২৫ জোড়া ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে রাণাঘাট মাতৃভূমিও। এছাড়াও এই দিনগুলিতে বেশ কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রাও করবে। ফলে আগামী এক সপ্তাহ শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের দুর্ভোগ ছাড়া আর কপালে কিছুই নেই। এমনিতেই টালা ব্রিজ বন্ধ, তার উপর আবার রেলের এই সিদ্ধান্ত। ফলে আগামী সপ্তাহে যে যাত্রীদের আরও ভোগান্তি বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।