
আমাদের ভারত, দিঘা, ২১ জানুয়ারি: নিজের হোটেলে আত্মঘাতী হোটেল মালিক। নিউ দিঘার একটি হোটেল থেকে লিজ মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল দিঘা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম বিনয় মাইতি(৪৫)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোমকপোতা এলাকায়।
গত অক্টোবরে মাসে নিউ দিঘায় দুই বন্ধু মিলে অন্নপূর্ণা নামক হোটেলের আটটি রুম লিজে নেয়। আজ সন্ধ্যায় সেই লজে নিজের রুমে (১০৩) গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সিলিং ফ্যানে মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পুলিশ মৃতদেহ থেকে সুসাইড নোট উদ্ধার করেছে। সুইসাইড নোটে শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে এই আত্মঘাতী উল্লেখ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে দিঘা থানার পুলিশ।