পিএম কেয়ারের টাকায় তৈরি হবে দেশজুড়ে ৫৫১টি অক্সিজেন প্রস্তুতকারক প্ল্যান্ট

আমাদের ভারত, ২৫ এপ্রিল: দেশজুড়ে করোনার পরিস্থিতি ভয়ানক। চারিদিকে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন করোনার মুমুর্ষ রোগী বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে সমস্যা সমাধানে কাজে লাগানো হবে পিএম কেয়ার ফান্ড। এই মুহূর্তে ৫৫১টি অক্সিজেন জেনারেশন প্লান্ট তৈরি করা হবে পিএমকেয়ার ফান্ডের টাকায় বলে জানানো হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, পিএম কেয়ার ফান্ড ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। তা দিয়েই তৈরি হবে ৫৫১টি অক্সিজেন প্রস্তুতকারক প্ল্যান্ট। কত দ্রুত এগুলি তৈরি করা যায় সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন ৫৫১টি প্ল্যান্ট যে পরিমাণ অক্সিজেন তৈরি করবে তাতে জেলা স্তরের মানুষ উপকৃত হবে। জানা গেছে, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা ও কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য, বিভিন্ন জেলায় তৈরি করা হবে মেডিকেল অক্সিজেন জেনারেশন প্লান্টগুলো। হাসপাতালে নিকটবর্তী স্থানে তৈরি হবে এগুলি বলে জানা গেছে।

বছরের শুরুতেই ২০১.৫৮ কোটি টাকা ১৬২টি অক্সিজেন প্লান্ট প্রস্তুতের জন্য বরাদ্দ করা হয়েছিল। এই অক্সিজেন প্লান্ট তৈরি হলে আগামী দিনে ভারতে অক্সিজেনের অভাব মিটবে। ফলে অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর মৃত্যু হবে না।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। মৃতের সংখ্যাও প্রায় ৩ হাজারের কাছাকাছি বলে জানা গেছে। এদের মধ্যে অনেকেরই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *