“সিন্ধু ভারতের গর্ব” টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ একাধিক মন্ত্রীর

আমাদের ভারত, ১ আগস্ট:”সিন্ধু ভারতের গর্ব”। পি ভি সিন্ধুর হাত ধরে ভারত অলিম্পিকে ব্রোঞ্জ জয় করল। আর তারপরই শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরন রিজেজুও টুইট করেছেন।

প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, “পিভি সিন্ধুর এই অপূর্ব খেলা দেখে আমরা গর্বিত। টোকিও অলিম্পিকে ব্রঞ্জ জয়ের জন্য তাকে অনেক শুভেচ্ছা। সিন্ধু ভারতের গর্ব এবং আমাদের অন্যতম শ্রেষ্ঠ অলিম্পিয়াড।”

সিন্ধুর প্রশংসা করেছেন রামনাথ কোবিন্দ। তিনি টুইটার বার্তায় লিখলেন, “পরপর দুটি অলিম্পিক গেমসের পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন সিন্ধু। ধারাবাহিকতা নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের নতুন মাপকাঠি স্থাপন করেছেন তিনি। ভারতকে গর্বিত করার জন্য তাকে আন্তরিক অভিনন্দন।”

টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “টোকিও অলিম্পিকে আপনার ব্রোঞ্জ জয় আমরা গর্বিত। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সকলের জন্য অনুপ্রেরণা। আপনাকে আমার আন্তরিক অভিনন্দন”।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজেজু টুইটার বার্তায় লিখেছেন “টোকিও অলিম্পিকে ভারতের তৃতীয় পদক জয় আপনার ব্রোঞ্জ জয় অলিম্পিকে পদক জয়। ভারতকে গর্বিত করার জন্য আন্তরিক অভিনন্দন”।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল লেখেন, “প্রথম ভারতীয় মহিলা যিনি জোড়া পদক জিতলেন। আপনার ব্রঞ্জ জয় গোটা ভারতকে চাঙ্গা করে তুলল।”

ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকার লেখেন,”২০১৬তে রূপো ২০২০তে ব্রঞ্জ, অলিম্পিকে দুবার পদক পাওয়া পিভি সিন্ধু, তুমি পুরো দেশকে অনেক অনেক গর্বিত করলে”।

রবিবার ব্রঞ্জের লড়াইয়ে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়েছেন সিন্ধু। সুশীলকুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকের দ্বিতীয় পদক জয় করলেন সিন্ধু। এই জয়ের পর তিনি বলেছেন এটা অবশ্যই কঠিন পদক। সেমিফাইনালম্যাচে হারের পর মুসরে পড়লেও ফের ঘুরে দাঁড়ান তিনি। পদক জয়ের শেষ চেষ্টাকে হাত ছাড়া করেননি সিন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *