পুরভোটে নদিয়ায় ফের ফুটতে পারে পদ্ম, বুধবার থেকেই দেখা যাবে দলবদলের ছবি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
পুরভোটে নদিয়া জেলাকে বেশ গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের কয়েকজন শীর্ষ নেতৃত্ব মনে করছেন নদিয়া জেলায় সময় দিলে পুরভোটেও ফুটতে পারে পদ্ম। যেমন কৃষ্ণনগর পুরসভায় বিজেপি ভালো ফল করতে পারে বলে মনে করছেন রাজ্য নেতৃত্ব। সেইজন্য কৃষ্ণনগর লোকসভার বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কয়েকদিন ধরে মাটি কামড়ে পড়ে আছে কৃষ্ণনগর শহরে। রানাঘাট লোকসভায় বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। তাই নদিয়ার এই আসটিতে বিজেপির সাংগঠনিক একটা জোর রয়েছে। রানাঘাট লোকসভার অন্তগর্ত তাহেরপুর পুরসভায় বিজেপি ভালো ফল করতে পারে বলে মনে করছেন জেলার নেতৃত্বরা।

সূত্রের খবর, বুধবার দুপুরে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলার ও কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করতে পারেন। তালিকায় রয়েছে বীরনগর ও শান্তিপুর পুরসভায় শাসক দলের কয়েজন নেতাও। তবে খুব ধীরে ধীরে এই যোগদান পর্ব এগিয়ে নিতে চাইছে বিজেপি নেতৃত্ব। কল্যানী ও গয়েশপুর পুরসভারও ঘাসফুলের কয়েজন নেতার সঙ্গে আলোচনা চলছে রাজ্য বিজেপি নেতাদের। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহের পর ফের নদিয়ায় দলবদলের ছবি দেখতে পারবেন সাধারণ মানুষ। ঘাসফুল ছেড়ে ফের বহু তৃণমূল নেতা যেতে পারেন পদ্মবনে। আর স্বাভাবিক ভাবেই পুরভোটের আগে এমন ভাঙনের জোয়ার আসবে পদ্মবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *