হ্যাকড পাকিস্তানের সংবাদ চ্যানেল! সম্প্রচারের সময় হঠাৎ উড়ল ভারতের পতাকা, সাথে লেখা শুভ স্বাধীনতা দিবস

আমাদের ভারত, ৩ আগস্ট: পাকিস্তানি জনপ্রিয় সংবাদ চ্যানেলের Dawn TV-র বিজ্ঞাপনের মাঝে হঠাৎ ভেসে উঠলো ভারতের জাতীয় পতাকা। সাথে লেখা স্বাধীনতা দিবস। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়েছে শোরগোল।

রবিবার বিকেলে হ্যাক হয়ে গিয়েছিল ওই চ্যানেলটি। সম্প্রচারের সময় বাণিজ্যিক বিজ্ঞাপনের মাঝে হঠাৎই পর্দায় ভেসে ওঠে ভারতের জাতীয় পতাকা। সঙ্গে লেখা শুভ স্বাধীনতা দিবস। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যানেলের কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন দ্রুত তদন্ত শুরু করছে এজেন্সি। এই বিষয়ে তদন্ত করে কিছু জানা গেলে বিভ্রাটের কারণ তারা দর্শকদের জানিয়ে দেবেন‌

প্রসঙ্গত উল্লেখ্য গত জুলাই মাসেই হ্যাক হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের ডায়রেক্টর জেনারেল অফ পাবলিক রিলেশনের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটেও একটি ছবি পোস্ট করে ইমরান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল হ্যাকাররা। তবে এবার Dawn চ্যানেলে ভারতীয় জাতীয় পতাকার ছবি ওড়ার ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ব্যাপক শোরগোল উঠেছেন নেট জগৎ- জুড়ে। ঝুড়ি ঝুড়ি লাইক, কমেন্ট শেয়ার হচ্ছে এই ভিডিওটিতে। ভাইরাল হয়ে গেছে এই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *