গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবন ঠাকুরবাড়ির রাধাগোবিন্দ জিউর মন্দিরে “পঞ্চক” উৎসব পালন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬‌ নভেম্বর: রীতি মেনেই গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবন ঠাকুরবাড়ির রাধা গোবিন্দ জিউর মন্দিরে বৃহস্পতিবার “কৃষ্ণ পঞ্চক” ব্রতের পঞ্চম দিন পালিত হল। এদিন ভোর ৩ টা থেকে গোপীবল্লভপুরের বিভিন্ন এলাকার ভক্তরা সুবর্ণরেখা নদীতে স্নান করে একটি করে কলা গাছের ভেলায় তুলসী গাছের জেটা, মোমবাতি জ্বালিয়ে গঙ্গা পুজো করে গোটা গোপীবল্লভপুর পরিক্রমা করে। শ্রী শ্রী জগন্নাথ দেবের কাপাসিয়া মাসিবাড়িতে আরতি দর্শন করে”কৃষ্ণ পঞ্চক” ব্রত পালন করলেন।

গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণ কেশবনন্দ দেবগোস্বামী বলেন, আজকে “পঞ্চক ব্রতের” উৎসবের শেষ দিন, প্রায় ৫০০ জন ভক্ত গোটা গোপীবল্লভপুর পরিক্রমা করে মিষ্টি প্রসাদ বিতরণ করলেন। এরপরে সকলের জন্য মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর কার্তিক মাসের শেষে পালিত হয়–রাস উৎসবের আগে। পাঁচদিন ধরে অনেক মানুষ এই পঞ্চক উৎসবে সামিল হন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here