
আমাদের ভারত, হাওড়া, ৪ মার্চ: সালিশি সভার নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান ও তার দলবলের হাতে মার খেয়ে গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি মকবুল ইসলাম মল্লিক নামে ওই যুবক। অভিযোগের তীর হাওড়া ডোমজুড় থানা এলাকার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধানের নাম জাকির হোসেন মন্ডল। আজ সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অধীনে থাকা মল্লিক পাড়ায়।
উল্লেখ্য, আহত মকবুল ইসলাম মল্লিক ও তার মেসোর যৌথ পারিবারিক ব্যবসা রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে একাধিকবার দুজনের মধ্যে অশান্তি লাগতো। এর আগেও একাধিকবার অশান্তি চরমে ওঠে, ওই অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের মধ্যস্থতায় ঝামেলা মিটে যায়। কিন্তু আজ ফের ঝামেলা শুরু হলে প্রধান প্রায় জনা ১৫ ছেলে নিয়ে এসে মকবুলের ওপর চড়াও হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। পঞ্চায়েত প্রধানের অশালীন ব্যবহারের ভিডিও করতে গেলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ।
যদিও পঞ্চায়েত প্রধানের যুক্তি তাদের এক সদস্যকে ধাক্কা দেওয়ার পরেই অভিযোগকারীকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর দাবি, যদি জনপ্রতিনিধির সম্মানহানি কেউ করে তবে তাকে ছেড়ে দেওয়া যাবে না।
পঞ্চায়েতের সালিশি সভা প্রসঙ্গে তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ জানালে পারিবারিক ও ব্যবসায়িক সমস্যাতে পঞ্চায়েত হস্তক্ষেপ করতে পারে আইনত।