পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেফতার

আমাদের ভারত, হাওড়া, ২৩ ফেব্রুয়ারি: পঞ্চায়েতের ট্যাক্স আদায়ের নামে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ টাকা তোলা চাওয়ার পাশাপাশি তাকে খুনের চেষ্টার অভিযোগে শনিবার রাতে সাঁকরাইল থানার পুলিশ দুইল্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা দাসের স্বামী সুব্রত দাসকে গ্রেফতার করল। ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানাগেছে, গত বুধবার জনৈক ব্যক্তি শ্রীদীপ্ত তার বাড়ির ট্যাক্স জমা দেওয়ার জন্য সুব্রত দাসের সঙ্গে যোগাযোগ করে। সূত্রের খবর, সুব্রত শ্রীদীপ্ত বাবুকে রাতে বাড়িতে আসতে বলেন। অভিযোগ, রাতে শ্রীদীপ্ত বাবু সুব্রত দাসের বাড়িতে গেলে সে ট্যাক্স মেটানোর জন্য এক লক্ষ টাকা দাবি করে। শ্রীদীপ্ত বাবু সেই টাকা দিতে অস্বীকার করায় সুব্রত তাকে গালিগালাজ করে এবং পরে ঘরে থাকা একটি রিভলবার দিয়ে তার মাথায় মারে। এমনকি শ্রীদীপ্ত বাবুর সঙ্গে আসা সুপ্রতীক ঘটনার প্রতিবাদ করলে তাকেও মারধর করার অভিযোগ ওঠে সুব্রত দাসের বিরুদ্ধে। এদিকে দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। পরে তারা সাঁকরাইল থানায় সুব্রতর নামে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here