করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উৎযাপন শুরু করল পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে বুধবার প্লাটিনাম জয়ন্তী বর্ষ উৎযাপন শুরু করল পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির। উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। চলবে ১২ জানুয়ারি ২০২২ পর্যন্ত। আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, বৃক্ষরোপণ, যোগব্যয়াম, স্লাইড শো, মডেল প্রর্দশনী ইত্যাদি অনুষ্ঠান চলবে। এছাড়াও এই দিন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ গাড়ির ট্যাবলোর উদ্বোধন করা হয়। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে গুটি কয়েক ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়দের নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ নির্মল পালধী সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here