করোনা আতঙ্ক সরিয়ে চিনা প্রেমিকাকে বিয়ে করলো পিন্টু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:
করোনা ভাইরাস নিয়ে যখন চিন, ভারত সহ সারা পৃথিবী জুড়ে আতঙ্ক ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল।

পিন্টু জানা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা।আর এঞ্জেল চিনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে চিনে সাত বছর আগে গার্মেন্টসের ব্যাবসা করতে গিয়েছিলো পিন্টু। সেখানেই এঞ্জেলের সাথে পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কের হাত ধরে মেয়ে ও ছেলের পরিবার সিদ্ধান্ত নেয় চার হাত এক করে দেওয়ার। চলতি মাসের চার তারিখ বিয়ের দিন স্থির হয়। একমাস আগে থেকেই হিন্দু মতে হবে বিয়ে, সব ঠিক মতই চলছিলো।১০-১২ দিন আগে হঠাৎ করে উদয় হওয়া করোনা ভাইরাস সব তাল কেটে দেয়। বিয়ের কি হবে চিন্তায় পড়ে দুই পরিবার।

পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবে নির্দিষ্ট দিনেই। কোনও ভাবে মেয়ে এঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চিনে আটকে পড়ে বর ও কনের পুরো পরিবার। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here