শান্তি ফেরাতে কলেজে অবস্থান অভিভাবকদের

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ নভেম্বর:
ছাত্র সংঘর্ষের পর এবার কলেজের শান্তি ফেরানোর দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন অভিভাবক ও গ্রামবাসীরা। কলেজের অধ্যক্ষকে না পেয়ে অধ্যাপকদের সামনেই অবস্থানে বসেন তারা।

প্রসঙ্গত, এবিভিপি টিএমসিপি ছাত্র সংঘর্ষে দিন কয়েক ধরেই দফায়-দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেলদা কলেজ। সোমবারও সংঘর্ষে জড়িয়ে হাসপাতলে ভর্তি হতে হয়েছে একাধিক কলেজ পড়ুয়াকে। বারবার ছাত্র সংঘর্ষের জেরে কলেজে বসাতে হয়েছে পুলিশ পিকেট। এবার এরই প্রতিবাদে কলেজে অবস্থান শুরু করলেন অভিভাবকরা। দফায় দফায় ছাত্র সংঘর্ষের পিছনে অবশ্য অভিভাবকরা দায়ী করেছেন কলেজের অধ্যক্ষকেই। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভরত অভিভাবকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here