টিউশন ফি কমানো ও পুলকারের ভাড়া মকুবের দাবি, উলুবেড়িয়ায় ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

আমাদের ভারত, হাওড়া, ১৮ জুন: স্কুলের টিউশন ফি কমানো এবং পুলকারের ভাড়া মকুবের দাবিতে বৃহস্পতিবার সকালে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে উলুবেড়িয়ার খলিশানী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। হাতে পোস্টার দিয়ে প্রায় ঘন্টাখানেক এই বিক্ষোভ চললেও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ না করায় বিক্ষোভ উঠে যায়।

জানাগেছে, স্কুলটিতে প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। অভিভাবকদের বক্তব্য লকডাউনের জন্য স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই অন লাইনে পড়াশোনা করছে। যদিও এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার ফোন করে টিউশান ফি এবং পুলকারের ভাড়া চাইছে। তাদের অভিযোগ, টিউশন ফি না দিলে অন লাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না।অভিভাবকের বক্তব্য স্কুল বন্ধ থাকাকালীন সেভাবে ক্লাস না হওয়ায় আমরা টিউশন ফি কমানোর কথা বলেছিলাম। যদিও কর্তৃপক্ষ কোনও কথা শুনতে চায়নি। এমনকি স্কুল বন্ধ থাকায় পুলকার ব্যবহার না করলেও কেন ভাড়া দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরও মেলেনি। যদিও এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *