প্রধানমন্ত্রীর ডাকা জনতা কারফিউ মানবে না পার্কসার্কাসের সিএএ বিরোধী আন্দোলনকারীরা

নীল বনিক, আমাদের ভারত, ২০ মার্চ: রবিবার প্রধানমন্ত্রীর ডাকা জনতার কারফিউ মানা হবে না বলে জানালেন পার্কসার্কাসের আন্দোলনকারীরা। সিএএ’র প্রতিবাদে পার্কসার্কাসে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতার কয়েকজন আন্দোলনকারী। রবিবারও তাদের সিএএর বিরুদ্ধে ধর্না কর্মসূচি চলবে বলে জানালেন রত্না সাহা নামে এক আন্দোলনকারি। তিনি বলেন, আমরা রবিবার যথা সময়েই পার্কসার্কাস ময়দানে সিএএর বিরুদ্ধে জমায়েত করবো। একদিনের জমায়েতে কখনই করোনা ভাইরাসকে প্রতিহত করা যাবে না বলে জানান ঐ আন্দোলনকারি। ট্রেন, বাস না চললেও আন্দোলনকারিরা হেঁটে পার্কসার্কাসে জমা হবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারিরা।

প্রসঙ্গত, শুক্রবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের মানুষকে অনুরোধ করেছেন রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত সবাইকে ঘরে থাকতে। সারা দেশের মানুষ বলেছেন প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেবেন। তবে কলকাতার পার্কসার্কাসের আন্দোলনকারিরা উল্টো পথেই হাঁটলেন। তাঁরা প্রধানমন্ত্রীর আবেদন গ্রাহ্য করবেন না বলেই জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here