উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস আটকাতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা সংসদের

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১১ মার্চ:
প্রতিবারের মত প্রশ্ন ফাঁস আটকাতে এবারও বদ্ধপরিকর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই কারণে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ব্যবহার হচ্ছে মেটাল ডিটেক্টর। পরীক্ষার আধঘন্টা আগে থেকে বন্ধ থাকবে ইন্টারনেট।

সংসদ সূত্রের খবর, এবারে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে । বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে বিশেষভাবে পরীক্ষা চালানো হবে। এছাড়া আরও বেশ কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

এরমধ্যে অন্যতম পরীক্ষা হলে তিনজন পরীক্ষকের উপস্থিতি। সংসদ সভাপতি জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম জন চিফ ইনিভিজিলেটর, দ্বিতীয় জন বিশেষ মোবাইল ইনভিজিলেটর এবং তৃতীয় জন বাকি কাজগুলি করবেন। এরমধ্যে বিশেষ মোবাইল ইনভিজিলেটরের দায়িত্ব পরীক্ষার হলে মোবাইলের অনুপস্থিতি সুনিশ্চিত করা। প্রয়োজনে মূল ইনভিজিলেটর পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করতে পারেন। বিশেষ মোবাইল ইনভিজিলেটরের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর হলে প্রশ্নপত্র বিতরণ করা হবে।

প্রশ্ন যাতে কোনওভাবে ফাঁস না হয় তা রুখতে বদ্ধপরিকর। তার জন্য প্রশ্ন বিতরণ থেকে বাড়তি প্রশ্ন নিরাপদে বাক্সবন্দি করা পর্যন্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। সংসদ জানিয়েছে, ভেন্যু সুপারভাইজার প্রথমে সিল খুলে প্রশ্নপত্র পৃথক খামে ভরে সিল করবেন। এরপর তা চলে যাবে সংশ্লিষ্ট চিফ ইনভিজিলেটরের কাছে। প্রত্যেক প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড। স্বচ্ছতা রাখার জন্য প্রতিটি পদক্ষেপ স্বাক্ষর সহ লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছে সংসদ। এখানেই শেষ নয় সংসদের পক্ষ থেকে ২৫০টি পরীক্ষা কেন্দ্রকে বিশেষ নজরে রাখা হচ্ছে। তার জন্য ওই কেন্দ্রগুলিতে পরীক্ষার দিন সকাল ৮টা থেকে সংসদের বিশেষ প্রতিনিধি নজরদারি চালাবেন। প্রয়োজনে তিনিও মেটাল ডিটেক্টর দিয়ে ছাত্রছাত্রীদের তল্লাশি করবেন।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে থাকছে এক্সামিনেশন কনফিডেনশিয়াল ফর্ম। কোন পরীক্ষার্থী নিয়ম না মানলে এই ফর্মে তাহলে উক্ত করতে পারবেন পরীক্ষক বিশেষ প্রয়োজনে ফর্মে নথিভূক্ত না করে ফোন করে জানানো যেতে পারে। এত কড়াকড়ি সত্ত্বেও যদিও কোনও ছাত্র বা ছাত্রী পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ধরা পড়ে, তবে তার সেদিনের পরীক্ষা বাতিল হবে। আর অতিরিক্ত বাড়াবাড়ি করলে তার পুরো পরীক্ষা এবং রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এরমধ্যে সংসদের হেল্প ডেস্ক নম্বরটি হল 033 2337 0792, বাকি নম্বরগুলি:
033 23374984
033 23374985
033 23374986
033 23374987
033 23370792′
এছাড়া জরুরি প্রয়োজনে 9433094021 ও 9851905529 নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *