সরস্বতী পুজোর দিন পরীক্ষা রাখায় উপাচার্যদের ভূমিকায় ক্ষোভ পার্থ চ্যাটার্জির

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি:
এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপার্যদের সমালোচনায় সরব হলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন পরীক্ষা রেখেছে। যা ঠিক হয়নি বলে মনে করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তারা পরীক্ষার রুটিন তৈরি করার সময় কি
দেখেননি। এটা একদম বাস্তবসম্মত নয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির এমন সিদ্ধান্তে আমি অবাক হচ্ছি। সরস্বতী পুজোর দিন ও তারপরের দিন পরীক্ষা রাখা ঠিক হয়নি। অনেক সময় সরস্বতী পুজোর পরের দিন বিসর্জন থাকে। সেইদিন পরীক্ষা ফেলা মানে বাস্তবতার অভাব রয়েছে।

তারপরেই বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের কাছে রাজ্যের শিক্ষামন্ত্রী অনুরোধ করেন আপনারা সিদ্ধান্ত বদল করুন। সরকারের সঙ্গে রাজ্যের শাসক দলও এই ঘটনায় ক্ষুব্ধ। তৃণমূল ছাত্রপরিষদের এক প্রতিনিধি দল সরস্বতী পুজোর দিনগুলিতে যাতে পরীক্ষা না হয় তার আবেদন নিয়ে শুক্রবার কলকাতায় রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেকথা পার্থ চ্যাটার্জিও বলেন ছাত্ররা আমার কাছে এসেছিল। তাদের দাবি একদম সঠিক। আমি নিজেও ভাবতে পারছি না সরস্বতী পুজোর দিনগুলিতে কিভাবে পরীক্ষা হবে। তারপরেই পরীক্ষা পিছিয়ে দেবার আর্জি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে জানান পার্থ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *