নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ফোন নম্বর দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়

আমাদের ভারত, ২৪ জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তৃণমূল কংগ্রেস জানিয়েছে, আইনত দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দল। তবে আদালতে তিনি দোষী প্রমাণিত হলে দল অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে। এমটাই জানিয়েছেন কুণাল ঘোষ। তবে গ্রেফতারি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস খুব একটা খুশি নয় বলেই জানাগেছে। কারণ পার্থ চট্টোপাধ্যায় নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছেন।

শনিবার গ্রেপ্তার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম পারিনি। তবে আমার কোনো টেনশন নেই।” সূত্রের দাবি, গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু মমতাকে ফোনে তিনি পাননি। যদিও ফিরহাদ হাকিম দাবি করেছেন, এই ধরনের তল্লাশি চলার সময় এজেন্সির লোকজন শুরুতেই ফোন নিয়ে নেয়। ফলে পার্থদা কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেনি।

এই পুরো ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের নিজের অবস্থান কি হতে চলেছে, সেটা এখনো স্পষ্ট নয় দলের কাছে। তারমধ্যে জানাগেছে, নিজের অ্যারেস্ট মেমোতে পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও মোবাইল নম্বরের উল্লেখ করেছেন।

প্রাক্তন শিক্ষা মন্ত্রী হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান, এটি অফিসাররা জানতে চাইলে তিনি মুখ্যমন্ত্রীর নাম ও নম্বর দিয়ে দেন বলে জানাগেছে। আর এই কারণেই দল তার উপর ক্ষুব্ধ ও অসন্তুষ্ট।

এরপর তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন, তারা আদালতের উপর আস্থা রাখছেন। সাংবাদিক বৈঠকে ববি হাকিম বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেননি বলেই ইডি এভাবে তার বাড়িতে হানা দিয়েছে। তিনি যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে এই তাল্লাশি চালানো হতো না বা তল্লাশি যে চালিয়েছে সেটাও প্রকাশ্যে আসতো না। যদিও বিজেপির চক্রান্ত সংক্রান্ত কোনো কথাই এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের মুখে কিন্তু শোনা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *