রাজ্যপালের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুললেন পার্থ চ্যাটার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর:
রাজ্যপাল মোটেও বিচক্ষণ মানুষ নন, জগদীপ ধনকরকে কটাক্ষ করলেন পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, আমি বেশ কয়েকবার ওনার সঙ্গে কথা বলেছি। তা আমার সেরকম কিছু মনে হয়নি। তাছড়া অনেক প্রাক্তন রাজ্যপালের সঙ্গেও আমি মিশেছি। তবে আমার তেমন কিছু ওনাকে মনে হয়নি। এছাড়াও বাম আমলে প্রাক্তন রাজ্যপালদের আমি দেখেছি। তারাও সংবিধান মেনে কাজ করতেন। তবে সবকিছু ছাড়িয়ে জগদীপ ধনকর কোনও উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।

উনি বিধানসভা চালাতে সরকারের সঙ্গে অসহযোগিতা করলেন। বিলে সরকারের ভুল থাকতেই পারে। সরকারকে তার জন্য পরামর্শ দিতে পারতেন। সেইকাজ রাজ্যপাল করেনি বলে অভিযোগ করেন তৃণমূলের মহাসচিব। তারপরেই বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপালের যাওয়া নিয়ে কটাক্ষ করেন পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, গেটের বাইরে যা করার উনি করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে পার্থ চ্যাটার্জি এরপর বলেন, আপনারাও আর বেশিদিন ওনার কথা শুনবেন না। প্রতিদিন এককথা বলছেন বলে জানান পার্থ চ্যাটার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here