রাজ্যের বেকার সমস্যা নিয়ে আক্ষেপের সুর শিক্ষামন্ত্রীর গলায়

আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জানুয়ারি: শিক্ষিত বেকারদের চাকরির সমস্যা নিয়ে আক্ষেপের সুর শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীর গলায়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় 
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছেন না। তারা আজ বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। কর্মসংস্থান না থাকায় ক্রমশ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে। অথচ যারা জিন্দাবাদ জিন্দাবাদ করছেন তারাই আজ চাকরি করছে। তাদেরকে আমরা গ্রুপ ডি পদে ঢুকিয়ে দিই। তারাই সরকারি অনুগ্রহ পাচ্ছেন।

শিক্ষামন্ত্রী এদিন বলেন, আজকের দিনে বিপন্ন অবস্থা মানুষের। যাদের যোগ্যতা আছে তারা সুযোগ পাচ্ছেন না। আর আমরা যারা জিন্দাবাদ জিন্দাবাদ করি, তারা তাদের মামা, মাসি, ভাই, ভাইপোদের গ্রুপ ডি পদে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের  সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক গীতা ভুঁইঞা ও বিশিষ্ট শিক্ষাবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *