মমতাই নেত্রী, দলে অন্য কারোর গুরুত্ব নেই: পার্থ 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর: তৃণমূলে ব্যক্তির কোনও গুরুত্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ই নেত্রী এবং তাঁর নেতৃত্বে তৃণমূল সংগঠিত রয়েছে। জঙ্গল মহলের মানুষ তাকে দেখেই তৃণমূল করে এবং তারা জানে তিনি জঙ্গল মহলের মানুষের জন্য কি করেছেন। মঙ্গলবার ঝাড়গ্রামে নাম না করেই শুভেন্দুকে এভাবেই কটাক্ষ করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন কৃষক বিরোধী কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ঝাড়গ্রামে জনসভার আয়োজন করে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো এবং  জেলার সদ্য দায়িত্ব পাওয়া পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী। এদিনের সভামঞ্চ থেকে ছত্রধর মাহাতো জঙ্গলমহল থেকে বিজিপিকে তাড়াতে মহিলাদের বঁটি ধরার আহ্বান জানান। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সরকার মানুষের দুয়ারে পৌঁছে গেছে। মানুষের অসুবিধা থাকলে মানুষ সেখানে জানাবেন। জঙ্গলমহলের মানুষ মমতা ব্যানার্জির পাশে রয়েছে। তারা ২০২১ এ ফের মমতাকে ফিরিয়ে আনবেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি জানান, দল সঙ্ঘবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসেবা করে মানুষদের সংগঠিত করছি, তিনি জানান, মমতা নেত্রী, ব্যক্তির কোনও প্রভাব নেই, সংগ্রামের মাধ্যমে উঠে এসেছে তাই মমতা ব্যানার্জির সংগ্রামে  মানুষের আস্থা আছে এবং থাকবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here