“বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে ক্ষোভ উগরে দিলেন দলের কর্মীরা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: “বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে ক্ষোভ উগরে দিলেন দলের কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা গঙ্গাধর একাডেমিতে আয়োজিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ, অঞ্চল নেতৃত্ব সূর্যকান্ত অট্ট সহ অন্যান্যরা। কিন্তু সভা শুরু হতেই বিধায়ককে লক্ষ্য করে বিক্ষোভ দেখান দলের কিছু কর্মী সমর্থক যার মধ্যে মূল নেতৃত্ব দেন উক্ত ব্লকের রাধানগর অঞ্চলের এক সক্রিয় কর্মী সুভাষ চৌধুরী। সভার মাঝে এই ধরনের ঘটনায় বিশৃংখলা পরিবেশ তৈরি হয়। তবে জেলা নেতৃত্ব সূর্যকান্ত অট্টের মধ্যস্থতায় তা স্বাভাবিক হয়।

ব্লক সভাপতি মিহির চন্দের বক্তব্য, “এটা গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার। দীর্ঘদিন ধরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তো রয়েছে। তাই আজ সুভাষ চৌধুরী নামে রাধানগরের এক কর্মী বিধায়ককে চাকরি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোথায় কত টাকা দেওয়া হয়েছে তা জানতে চেয়ে একটি বিশৃংখলা পরিবেশ তৈরি করেন্। আমরা সেই মুহূর্তে জানিয়ে দিয়েছি নেতৃত্বকে নিয়ে যদি কারোর কোনও প্রশ্ন থাকে বা তাদের নামে অভিযোগ থাকে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান।”

বিক্ষোভকারী নেতৃত্ব সুভাষ চৌধুরী দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকে তিনি এই দলের সঙ্গে যুক্ত। বর্তমানেও তিনি তৃণমূলের সক্রিয় কর্মী।তবে কেন তিনি আজ এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এ সম্বন্ধে বিধায়ক প্রদ্যুৎ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন দলের কিছু কর্মী আমার নামে মিথ্যা অভিযোগে করছে, আমি যা জানানোর উপর নেতৃত্বকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *