দলীয় কর্মীরা এবার জেপি নাড্ডার নিরাপত্তা দেখবে, বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জানুয়ারি:
দলীয় সদস্যরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিরাপত্তা দেবে। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে এই কথা জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, নিরাপত্তার দিকটা পুলিশের দেখা দরকার। কিন্তু পুলিশ সেই কাজ করে না তাই এবার থেকে দলের সদস্যরাই নিরাপত্তার বিষয়টা দেখবে। পাশাপাশি বলেন, আমি আশা করব পুলিশ বিজেপির সর্বভারতীয় সভাপতি নিরাপত্তা দেখবে।

প্রসঙ্গত, আগামী ৯ ই জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুদিনের রাজ্য সফরে প্রথম দিনই বর্ধমানের পূর্বস্থলীতে জনসভা করবেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা। যার ফল বহুদূর পর্যন্ত গড়ায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাতে জড়িয়ে পড়ে।

তবে এবারের বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার জন্য আগেই রাজ্যের উপর চাপ বাড়ালেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই তার নিরাপত্তা দেওয়ার বিষয়টিও রাজ্যের। আমরা নিরাপত্তার কথা ভেবে আমাদের সভা পিছিয়ে দিতে পারি না। আর তৃণমূল কংগ্রেসের হামলাকেও বিজেপি ভয় পায় না। তাই দক্ষিণ ২৪ পরগনার হামলার পর ফের রাজ্যের মাটিতে আসছেন জেপি নাড্ডা। এরপরই তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যত আক্রমণ করবে তত আমরা বাড়াব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here