
সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩১ মে: আবার যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে পুরুলিয়ায়। রেল সূত্রে জানা গেছে আগামীকাল থেকে সারা দেশের সঙ্গে পুরুলিয়াতেও চলাচল শুরু করবে যাত্রীবাহী বিশেষ এক্সপ্রেস ট্রেন। বিশেষ ট্রেন হলেও এটি এই রুটে চলা পুরনো এক্সপ্রেসের সময় ও স্টপেজ অনুযায়ী চলবে। আপাতত পুরুলিয়া স্টেশনের উপর দিয়ে যাবে নতুন দিল্লী পুরী বিশেষ এক্সপ্রেস। এটি পুরুষোত্তম এক্সপ্রেসের সময় সারনী ও স্টেপেজ অনুযায়ী চলবে। এছাড়াও চলবে টাটা দানাপুর এক্সপ্রেস। এটিও পুরনো ট্রেনটির সময় অনুযায়ী চলবে। পুরুলিয়া স্টেশনে যাত্রী পরিষেবা চালু সংক্রান্ত যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
রেল যে নির্দেশ মানা হচ্ছে বলে জানা গেছে। যাত্রীদের এই বিশেষ ট্রেন গুলিতে চাপার জন্য রেলের পক্ষ যে নির্দেশ জারি করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল শুধুমাত্র কনফার্ম হয়েছে এমন টিকিটের যাত্রীরাই যাত্রা করতে পারবেন। যাত্রার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। অন্ত্যত দেড়ঘন্টা আগে স্টেশনে পৌঁছতে হবে।
আদ্রা ডিভিশনের যাত্রীরা যে কোন সাহায্যের জন্য ০৩২৫১-২৪৫০৪৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।