আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুন: সোম ও মঙ্গলবার মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে ৪০০টি বাসের মধ্যে ২৬টি বাস চলাচল করলেও তাতে যথেষ্ট সংখ্যক যাত্রীর দেখা মেলেনি। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর পয়লা জুন থেকে দু একটি বাস চলাচল শুরু করলেও দেখা মেলেনি যাত্রীদের।
অফিস হোটেল শপিং মল রেস্টুরেন্ট ইত্যাদি খুলে দেওয়ায় আট জুন থেকে যাত্রী পরিবহন কিছুটা সচল হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ভাড়া সমস্যার পাশাপাশি সংক্রমণের আশঙ্কায় যথেষ্ট সংখ্যক মানুষ রাস্তায় বের হননি। এজন্য বাস চলেছে নামমাত্র। লকডাউনের আগে মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন চারশোটি বাস ছাড়তো। কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় সোম ও মঙ্গলবার বাস চলেছে মাত্র ২৬টি। তাতেও আশানুরূপ যাত্রী হয়নি বলে বাস মালিকরা জানিয়েছেন।
জেলা আইএনটিটিইউসির পরিবহন শাখার সভাপতি পার্থসারথি ঘনা জানিয়েছেন, সোমবার থেকে ২৬ টি বাস চলাচল করলেও আশানুরূপ যাত্রী হয়নি।