পশ্চিম মেদিনীপুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ৪৭৮টি রাস্তা তৈরিতে খরচ হবে ২২৩ কোটি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: আজ সিঙ্গুর থেকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় কেশপুর ব্লকের জগন্নাথপুর পঞ্চায়েতের অধীনে কানাশোল গ্রামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মন্ত্রী মানস ভুঁইঞা, শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিং হাজরা, জুন মালিয়া প্রমুখ।

জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানান যে, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৪৭৮টি রাস্তা তৈরি হবে। জেলায় মোট ২১১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রতি পঞ্চায়েতে গড়ে দুটি করে রাস্তা হওয়ার কথা। জেলা পরিষদ, ব্লক প্রশাসন এবং ডব্লুবিএসআরডিএ (ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির) রাস্তা নির্মাণের দায়িত্বে রয়েছে। রাস্তাগুলির মোট দৈর্ঘ্য ৬১০.২৪ কিলোমিটার। তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ২২৩কোটি টাকা। শুধু কেশপুর ব্লকের জন্য আলাদা করে বরাদ্দ হয়েছে ৫৫টি রাস্তা, মোট ৮৮ কিলোমিটার, খরচ ধরা হয়েছে ৩২ কোটি টাকা। আমরা খুবই গর্বিত, মুখ্যমন্ত্রীর নজরে সব‌ই আছে, তাই মুখ্যমন্ত্রীকে এই মঞ্চ থেকে প্রণাম, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *