ইছাপুরে বৃদ্ধা নার্সের মানবিকতায় রাস্তায় পড়ে থাকা রোগীর বাঁচল প্রাণ, ভর্তি করা হল হাসপাতালে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ সেপ্টেম্বর: রাস্তায় পড়ে থাকা অসুস্থ রোগীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে ওই রোগীর প্রাণ বাঁচাল কলকাতার এনআরএস হাসপাতাল থেকে বাড়িতে ফেরা এক বৃদ্ধা নার্স। ওই নার্সের নাম খুকু ঘোষাল।বাড়ি ইছাপুর অঞ্চলে। তিনি কলকাতার এনআরএস হাসপাতালে কর্মরত বলে জানাগেছে।

একটানা তিনদিন এনআরএস হাসপাতালে ডিউটি করে ক্লান্ত শরীরে শুক্রবার দুপুরে ইছাপুরে নিজের বাড়ি ফিরছিলেন বৃদ্ধা নার্স খুকু ঘোষাল। তিনি বাড়ি ফেরার পথে লক্ষ্য করেন, রাস্তায় পড়ে কাঁপতে থাকা এক অসুস্থ ওই রোগীকে দেখে এড়িয়ে যাচ্ছিল এলাকার বাসিন্দারা। ইছাপুর রামনগর এলাকায় দীর্ঘক্ষণ পড়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী ওই রোগী। অনেকেরই ধারণা ছিল রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ ব্যক্তি করোনা আক্রান্ত। তাই কেউই স্পর্শ করছিল না ওই রোগীকে। কলকাতার এনআরএস হাসপাতালের বৃদ্ধা নার্স খুকু ঘোষাল এই দৃশ্য দেখে এগিয়ে আসেন ওই রোগীর সহায়তায়। প্রথমে ওই রোগীর চোখে মুখে জল দিয়ে ওই রোগীকে কিছুটা সতেজ করেন তিনি। এরপর এলাকার ২ যুবক সমাজসেবী দয়িত লাহিড়ী ও তার এক বন্ধুকে সাহায্যের জন্য ডেকে নেন। ওই রোগীকে টোটো করে নিয়ে সকলে মিলে পৌঁছে দেন ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির হাসপাতালে। সেখানে ওই রোগীকে ভর্তি করে নেওয়া হয়। সেখানেই চলছে ওই রোগীর চিকিৎসা।

জানাগেছে, ওই রোগীর নাম রাজ কুমার চামার। তার বাড়ি উত্তর ২৪ পরগনার ইছাপুর এলাকাতেই। কোনও ভাবে সে অসুস্থ হয়ে রামনগরে রাস্তার ধারে পড়ে যায়। ওই রোগীর জামার পকেট থেকে একটি আইডি কার্ড উদ্ধার করে হাসপাতালের ডাক্তাররা। তা থেকেই জানা যায় ওই রোগীর নাম ও পরিচয়। ওই রোগী ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত বলে জানা যায়। তাকে যথা সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়ায় তার চিকিৎসা শুরু হয়েছে।

খুকু ঘোষাল বলেন, “অনেকেই ওই রোগীর গায়ে হাত দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু এভাবে চলতে পারে না। আমার মনে হল ওই রোগীর হয়ত মৃগী রোগ আছে। রাস্তার উপরে পড়ে কাঁপছিল সে। তার দ্রুত চিকিৎসার দরকার ছিল, অবশেষে এলাকার দুই যুবকের সাহায্যে এই রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া গেছে।”

অপর উদ্ধারকারী দয়িত লাহিড়ী বলেন, “অনেকেই করোনা আক্রান্ত ভেবে স্পর্শ করছিলেন না উনাকে। তবে শেষ পর্যন্ত সঠিক সময়ে উনাকে হাসপাতালে পৌঁছে দিতে পেরেছি আমরা। আমি ধন্যবাদ জানাই খুকু ঘোষালকে। উনি এনআরএস হাসপাতালে একটানা ডিউটি করে আসার পথে ক্লান্ত শরীরে আমাদের সহযোগিতা নিয়ে এই রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। উনাকে কুর্নিশ জানাই।”

ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে রাজ কুমার চামার অনেকটাই সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *