রায়গঞ্জে ১২৭জন ভূমিহীনকে দেওয়া হল পাট্টা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ফেব্রুয়ারি: রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১২৭টি ভূমিহীন মানুষের হাতে তুলে দেওয়া হল জমির পাট্টা। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভূমিহীনদের মধ্যে পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, সহ সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা সহ অন্যান্য আধিকারিকগণ। ভূমিহীন মানুষরা জমির পাট্টা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভূমিহীন মানুষদের মধ্যে জমির পাট্টা বিলি করা হল। আগেও বহু ভূমিহীন মানুষের মধ্যে পাট্টা বিলি করার পর এদিন রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার ১২৭ জন ভূমিহীন মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ভূমিহীন মানুষদের নিজস্ব জমি প্রদানের জন্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১২৭টি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। ভূমিহীন পরিবাররা এখন তাদের নিজস্ব জমি হওয়ায় খুশী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here