রায়গঞ্জে পথচারীদের ফুটপাত ব্যবসায়ীদের দখলে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ অক্টোবর: পথ চলতি মানুষের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফুটপাত তৈরি করা হলেও সেই ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এমনই ছবি ফুটে উঠেছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের রাজপথ মহাত্মা গান্ধী রোড ও নেতাজী সুভাষ রোডে। ফলে সমস্যায় পড়েছেন পথ চলতি রায়গঞ্জের বাসিন্দারা। বাসিন্দারা চাইছেন প্রশাসন ফুটপাত দখলমুক্ত করে সাধারন মানুষের চলাচলের ব্যাবস্থা করুক।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করে নিরাপদে পথচারীদের চলাচলের জন্য এবং শহরের সৌন্দর্যায়ন করতে রায়গঞ্জ পুরসভা কয়েক কোটি টাকা খরচ করে রাস্তার দুধারে রেলিং দিয়ে ঘিরে ফুটপাত তৈরি করেছে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে নেতাজী সুভাষ রোড হয়ে মহাত্মা গান্ধী রোড সহ শহরের রাজপথের দুধারেই সুদৃশ্য ফুটপাত তৈরি করা হয়েছে। যাতে রাস্তায় চলাচলকারী যানবাহনের সাথে পথচারীদের কোনও দুর্ঘটনা না ঘটে। পথচারীরা যাতে সুষ্ঠুভাবে ফুটপাত ধরে চলাচল করতে পারে। কিন্তু বাস্তবে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারের ফুটপাত কার্যত ব্যবসায়ী ও দোকানদারদের দখলে চলে গিয়েছে। রাস্তার দুধারের দোকানীরা তাদের দোকানের পসরা সাজিয়ে রেখেছেন ফুটপাতে। কোথাও কোথাও আবার লরি থেকে পন্য সামগী নামানো হচ্ছে ফুটপাতের উপরেই। বন্ধ হয়ে গিয়েছে ফুটপাত।

ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা। বাধ্য হয়ে রাজপথে নেমেই চলাচল করতে হচ্ছে তাদের। এরফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা আর রায়গঞ্জ শহরজুড়ে বাড়ছে যানজট। পথচারীদে অভিযোগ, ব্যবসায়ী এবং দোকানদারাই ফুটপাত দখল করে রেখেছে, সাধারন মানুষ কিভাবে ফুটপাত ব্যবহার করবে? ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যাবস্থা করার দাবি তুলেছেন তাঁরা। ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে। খুব শীঘ্রই পথচারীদের জন্য ফুটপাত ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *