পুরুলিয়া শহরে টানা ৮০ ঘন্টা লকডাউন শেষ হতেই পথচারীদের দখলে রাস্তা, হাট-বাজার

সাথী দাস, পুরুলিয়া, ৩১ জুলাই: টানা ৮০ ঘন্টা লকডাউন শেষ হতেই বাড়ি থেকে রাস্তায় হাটে বাজারে বেড়িয়ে পড়লেন পুরুলিয়া শহরবাসী। বিশ্ব মহামারি কোভিড নিয়ে যেন তাদের গা নেই। কয়েকজনের মুখে মাস্ক আছে, কারও বা দুই কানে ঝুলছে। কারও আবার নাক থেকে নিচে নেমে মুখে ঠেকেছে মাস্ক। শুক্রবার, বিভিন্ন সবজির হাট থেকে শুরু করে পুরুলিয়া শহরের বাজার ও অন্যান্য রাস্তাতে এমনই দৃশ্য দেখা গেছে বেলা পর্যন্ত। ঘটনা প্রত্যক্ষ করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। পথচারীদের শেষ পর্যন্ত হাতে তুলে দিলেন ফেস মাস্ক। একই সঙ্গে নিয়মিত তা ব্যবহার করার পরামর্শও দিলেন তিনি।

প্রসঙ্গত, পুরুলিয়া শহরে করোনার দাপট চলছে। ৩০ জনের বেশি আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত টানা লকডাউন ঘোষণা করেছিল পুরুলিয়া জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে খানিকটা বেপরোয়া হয়ে উঠেন পুরুলিয়া শহরের কিছু মানুষ। দায়িত্ব জ্ঞান বোধ বাড়িতে রেখে রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *