বাঁকুড়া থেকে ধান কাটতে এসে আরামবাগে ছুরিকাহত এক জনমজুর

আরামবাগ, ৭ ডিসেম্বর: ছুরির আঘাতে গুরুতর আহত হলেন বাঁকুড়া থেকে ধান কাটার কাজে আসার এক জনমজুর। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানা সালেপুর এলাকায়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আহত ব্যক্তির নাম লক্ষ্মী মুর্মু। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি বাঁকুড়া থেকে ধান কাটার কাজে পরিবার নিয়ে এসেছিলেন। গতকাল কাজের শেষে লক্ষ্মী মুর্মু ও তার সাথে কাজে আসা টেকলো বাগ নামে এক ব্যক্তির সাথে মদ্যপান করছিলেন। সেই সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কথা কাটাকাটি থেকে দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে দুজনের মধ্যে মারামারি হয়। তারপরই টোকলো বাগ নামে ওই ব্যক্তি ধারাল ছুরি বের করে লক্ষ্মী মুর্মুর গোটা শরীরে আঘাত করে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় লক্ষ্মী মুর্মু’কে পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের লোকজন। তার পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করে। আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টেকলো বাগকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায়। আহত লক্ষ্মী মুর্মু এখন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here