এন পি আরের সময় তথ্য না দিলে হবে ১০০০ টাকা জরিমানা

আমাদের ভারত,১৭ জানুয়ারি:জাতীয় জনগণনা পঞ্জি অথবা এনপিআরের সময় যদি কেউ সরকারি প্রতিনিধিদের তথ্য দিতে না চান বা ভুল তথ্য দেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজার টাকা জরিমানা করা হতে পারে। এমনটাই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

এন পি আর হবে এই ঘোষণা হওয়ার পর থেকেই দেশের একাধিক জায়গায় বিরোধী দলগুলো বিক্ষোভ শুরু করেছে। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এন পি আরের সময় যদি কেউ সরকারি প্রতিনিধিদের তথ্য দিতে না চান বা ভুল তথ্য দেন তাহলে সেই প্রতিনিধি চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, নাগরিকত্ব আইনের ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি ভুল তথ্য দিলে তাকে হাজার টাকা জরিমানা করা যেতে পারে। তবে ২০১১ এবং ২০১৫ সালের জনগণনার সময় এই নিয়ম ব্যবহার করা হয়নি।

উল্লেখ্য,দেশজুড়ে বিক্ষোভ এর মধ্যে ডিসেম্বর মাসে এনআরসি এনবিআর ও সংশোধিতনাগরিকত্ব আইন বিরোধী ফোরামের একটি আলোচনা সভায় লেখিকা অরুন্ধতী রায় এনপিআরের সময় সবাইকে ভুল তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলারও বেশ কয়েকজন তারকা ভিডিও বার্তায় বলেছেন “কাগজ আমরা দেখাবো না”।

এদিকে এনপিআরের সঙ্গে যুক্ত আধিকারিকরা বলেছেন, প্রাথমিকভাবে তারা দেখেছেন, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্যদিতে কারো কোন সমস্যা নেই। শুধুমাত্র প্যান সংক্রান্ত তথ্য দিতে তারা চাইছেন না। তাই এনপিআরে প্যান সংক্রান্ত কলাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

ইতিমধ্যে দেশজুড়ে ৭৩ টি জেলার প্রায় ৩০ লক্ষ মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাছাড়াস্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে এনপিআরে্য সময় আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। ১ এপ্রিল থেকে দেশজুড়ে এনপিআরের এর কাজ শুরু হতে চলেছে। শুক্রবার দিল্লির আম্বেদকর ভবনে স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকে এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত হয়েছে বাংলা ছাড়া সব রাজ্যের প্রতিনিধি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here