
আমাদের ভারত, মালদা, ২৯ মার্চ: হবিবপুরে অন্যরাজ্য থেকে ঘরে ফেরা মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে ব্লক প্রশাসন। প্রতিদিনই এই খবর নেওয়া হচ্ছে। তাঁদের জ্বর বা অন্যকোনো ধরনের অসুখ হয়েছে কি না এই খবর নেওয়া হচ্ছে।
মালদা থেকে বহু মানুষ পেটের দায়ে অন্যরাজ্যে কাজ করতে যান। গত কয়েকদিন ধরে তাঁরা এলাকায় ফিরে এসেছেন। তাদের কারও করোনা সংক্রমণ হয়েছে কি না তার খোঁজখবর নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত দশটা পর্যন্ত হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও তরুণ কুমার বর্মন নিজেই এলাকায় যাচ্ছেন। তিনি জানান, শ্রীরাম পুর , ঋষি পুর ও বুল বুল চন্ডী এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ কয়েকদিনের মধ্যেই ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কিনা, চিকিৎসকের পরামর্শ মানছেন কিনা।
এছাড়া কিছু মানুষ তীর্থ করে বাড়ি ফিরেছেন, তাঁদেরও খোঁজ রাখা হচ্ছে।
এইসব বিষয় খতিয়ে দেখার পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করে অনেকে দোকান খোলা রয়েছে সেগুলো বন্ধ করান এবং বাইরে জমায়েত হলে তাদের ঘরে পাঠান ও ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, আপনার যদি করোনা সংক্রমণ হয় তবে আরো সব গ্রামের মানুষের হয়ে যেতে পারে। এসব বিষয় নিয়ে সচেতন করতে বুলবুলচন্ডী, শ্রীরামপুর ও ঋষিপুর এলাকায় বিশেষ প্রচার চলছে।