অনিশ্চিত আতঙ্কের মধ্যে মানুষ, রাস্তাঘাট ফাঁকা, কিন্তু বাজারে উপচে পড়া ভিড়

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ মার্চ: সারাদেশে চলছে লকডাউন। জেলার সদর শহর তমলুক সহ সমস্ত শহরগুলিতে এবং গ্রামাঞ্চলের দোকানগুলোতেও তালা ঝুলছে। তার মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলো খোলা থাকায় মানুষজন ভিড় জমিয়েছেন সেইগুলিতে। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অধিকাংশ বাজারে মানুষজন কেনাকাটা করছেন ঘেঁষাঘেঁষি করে। অনেকের মুখে মাস্ক থাকলেও অনেকে আবার মাস্ক ব্যবহার করছেন না।

তমলুকের বড়বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা মেলেনি কোনও পুলিশকর্মী বা প্রশাসনের কর্তাব্যক্তিদের। তবে, টোটো রিক্সা সহ প্রায় কোনও কিছুই চলছে না শহরের পথে। চা, টিফিনের দোকানগুলো বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কিছু মানুষ। সবথেকে বেশি সমস্যায় দিনআনি দিনখাই লোকেরা। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আগামী ২১ দিন কীভাবে চলবে সেই চিন্তায় তারা। করোনার আতঙ্কে আগামীকাল থেকে বন্ধ হতে চলেছে তমলুক শহরের দুধ ও খবরের কাগজ। আগামী ভয়ঙ্কর পরিস্থিতির চিন্তায় আতঙ্কিত সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *