একমাস ধরে রেশন পাননি গোপীবল্লভপুরের সাতটি গ্রামের মানুষ, প্রতিবাদে সকাল থেকে পথ অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর: এক মাস ধরে রেশন পাননি গোপীবল্লভ পুরের সাতটি গ্রামের মানুষ। নিয়ম করে তারা রেশন দোকানে গেছেন, কিন্তু গিয়ে দেখেছেন দোকান তালা বন্ধ। একমাস পর তারা জানতে পেরেছেন রেশন দোকান সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায়। প্রতিবাদে আজ ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা।

একমাস ধরে রেশন না পাওয়ার অভিযোগে রবিবার সকাল থেকে কানপুরের কাছে ফেঁকো থেকে নয়াগ্রাম যাওয়ার ৯ নম্বর রাজ্য সড়কে অবরোধ করল রেশন গ্রাহকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকদের জন্য কানপুর এলাকায় রেশন দোকান ছিল প্রায় পঞ্চাশ বছর ধরে। কিন্তু তা এই গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে লাউ পাড়াতে স্থানান্তরিত করা হয়েছে। গ্রাহকরা জানান তাদের না জানিয়ে কোনওরকম নোটিশ ছাড়াই রেশন দোকান অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত একমাস ধরে যখন রেশন নিতে আসেন তখন দোকান তালা বন্ধ দেখি বাড়ি ফিরে যেতে হয়। এক মাস তারা কোনও রেশনের জিনিস পাননি। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের লাউপাড়া যেতে হবে রেশন আনতে। কিন্তু তারা এতদূরে যেতে নারাজ। আর এরই প্রতিবাদে আজ সকাল থেকেই পথ অবরোধ করেছে এলাকাবাসী।

গ্রামবাসীরা বলেন পুরো বিষয়টিকে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন চারদিনের মধ্যে পুনরায় রেশন দেওয়া শুরু হবে কানপুর গ্রামের রেশন দোকান থেকে। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও এখনো তারা রেশন পাচ্ছেন না, তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধের রাস্তা বেছে নিয়েছেন। ৩ ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিক সেখানে পৌঁছয়নি। আর এই পথ অবরোধের ফলে সকাল থেকে গাড়ির লম্বা লাইন গোপীবল্লভপুরের এই রাস্তা জুড়ে। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।

দীর্ঘ চার ঘণ্টা অবরোধ চলার পরেও প্রশাসনের কোনো আধিকারিক না এসে পৌঁছানোর কারণে গ্রামবাসীরা রাস্তার মাঝেই গ্যাসের উনুনে রান্না শুরু করে। অবশেষে সাড়ে চার ঘন্টা বাদে ঘটনাস্থলে এসে পৌঁছান গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় প্রায় পাঁচ ঘন্টা পরে অবরোধ তুলে নিলেন গ্রামবাসীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here