আগস্ট মাসের প্রথম লকডাউনে ঘরবন্দি মানুষ

আমাদের ভারত, হাওড়া, ৫ আগস্ট: একাধিক লকডাউন পার করে আসা মানুষের কাছে আগস্ট মাসের প্রথম লক ডাউনটা ছিল আর পাঁচটা লকডাউনের মত। আর সেই কারণে বুধবার মানুষকে ঘরে ঢোকাতে সেভাবে বেগ পেতে হয়নি পুলিশকে।

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া শহরেও রাস্তাঘাট শুনশান ছিল। দোকান বাজার বন্ধ থাকায় সেভাবে মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়নি। আবার যারা প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাদের পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। এদিন সকাল থেকেই রাস্তায় যেরকম পুলিশ টহল দিয়েছে সেইরকম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং ও করেছে। এদিন অন্যান্য লকডাউনের মত বুধবারেও প্রায় শুনশান ছিল ৬ নং জাতীয় সড়ক। এদিন লকডাউনের জন্য একদিকে যেমন বাস চলাচল বন্ধ ছিল অন্যদিকে সেইরকম নদীপথে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছিল।

অন্যদিকে এদিন উলুবেড়িয়ার কয়েকটি জায়গায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষ্যে অনুষ্ঠান থাকায় পুলিশের বাড়তি নজরদারি ছিল এইসব এলাকায়। বুধবারের লকডাউন সফল হওয়া সম্পর্কে সাধারণ মানুষের বক্তব্য, একদিকে যেমন করোনা সংক্রমণের আতঙ্ক আছে অন্যদিকে মানুষ ক্রমাগত লকডাউনে অভ্যস্থ হয়ে পড়ায়
লকডাউনের এই চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *