পুরুলিয়ায় অসহায়দের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধি ও পুলিশ  

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মার্চ:
লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। বন্ধ হয়ে গিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষের উপার্জন।পুরুলিয়ার সেই সব উপার্জনহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা ও জেলা পুলিশ। অভুক্ত ও অসহায় মানুষের সেবায় নিয়জিত করেছেন বহু যুবক যুবতী। মহাসঙ্কটের মোকাবিলায় রয়েছেন পুরুলিয়াবাসী। শুক্রবার নিজের বাড়ি থেকে অসহায় দুঃস্থদের হাতে খাদ্য পণ্য, সাবান, মাস্ক এবং প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন কাশীপুরের বিধায়ক স্বপন বেলথড়িয়া। প্রশাসনিক নির্দেশিকা মেনে লাইন দিয়ে সাহায্য নিলেন দুঃস্থরা।
   

পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকায় অসহায়, প্রতিবন্ধী,  শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধদের বাড়িতে গিয়ে খাদ্য পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এদিন। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান সহ বিভিন্ন কাউন্সিলাররা তাঁরা বস্তি এলাকায় গিয়ে খাদ্য পণ্য তুলে দিয়েছেন।
 
এদিকে, অত্যাবশকীয় দ্রব্যের যোগান এবং দোকান নির্দিষ্ট সময়ে খোলা রাখতে নজর রাখে পুলিশ। এদিন পুরুলিয়া শহরে সরেজমিনে খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার এস সিলভামুরগন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here