
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ মার্চ : গত ১২ মার্চ এগরার ডাক্তার শুভাশিষ মাইতির ছেলের বিয়েতে এসেছিলেন কলকাতার নয়াবাদের করোনা আক্রান্ত রণজিৎ কুমার দাস। এই করোনা আক্রান্ত ব্যক্তি ডাঃ শুভাশিষ মাইতির ভায়রাভাই। এগরাতে থাকাকালীন ১৪ তারিখ রনজিৎ কুমার দাসের শরীর খারাপ হয়। সাধারণ জর ভেবে প্যারাসিটামল ওষুধ খান। বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। পরেরদিন দিঘায় গিয়ে দু’দিন থেকে আবার অসুস্থ হন। প্রচন্ড জ্বর হয়। দিঘা থেকে আবার এগরায় ফিরে আসেন। এগরাতে রক্ত পরীক্ষা করেন। রক্ত পরীক্ষায় টাইফয়েডের জীবানু ধরা পড়ে। এরপর ভালো চিকিৎসার জন্য কলকাতা ফিরে যান গত ২৩ মার্চ।
ডাঃ শুভাশিষ মাইতি জানালেন, রণজিৎ দাসের বিদেশে যাওয়ার ইতিহাস নেই। তবে বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে অনেকে আমেরিকা, ব্যাঙ্গালোর, দিল্লি থেকে এসেছিলেন। নতুন বৌ এর কাকা ও কাকিমা সিঙ্গাপুর থেকে এসেছিলেন। তবে তাদের টেস্ট করা হয়েছে। তারা ঠিক আছেন বলে জানাগেছে।
বর্তমানে এগরা মহকুমা শাসক ডাক্তার শুভাশিষ মাইতির পরিবারকে বাড়ি থেকে ১৪ দিন বাইরে বেরতে বারণ করেছেন। এছাড়া বিয়েতে নিমন্ত্রিতদের তালিকাও নিয়েছেন মহকুমা শাসক। তবে এগরার বিয়ের অনুষ্ঠানে আসা কারোর এখনো পর্যন্ত শরীর খারাপ হয়নি বা রক্তে করোনার জীবানু পাওয়া যায়নি।