বানান ভুল ফলকেই বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায়

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ আগস্ট:
বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ে ভুল বানান যুক্ত ফলকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলকটিতে উদ্বোধক শব্দটির পরিবর্তে লেখা রয়েছে উদ্ধোধক। ভুল বানানযুক্ত শব্দটির নীচে উদ্বোধক হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে।

পুরসভা কর্তৃপক্ষ গত বছর অক্টোবর মাসে বিদ্যাসাগর মহাশয়ের এই আবক্ষ মূর্তিটি ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ে স্থাপন করে। তারপর প্রায় ৯ মাস মূর্তিটি উদ্বোধন না হয়ে শহরের মূল রাস্তার ধারে দৃষ্টিকটু অবস্থায় প্লাস্টিকে মোড়া ছিল। প্রথমে তা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে উদ্বোধন করানোর কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল করে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করানো হয়। তবে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির ফলকে ভুল বানান নিয়ে শহরে শোরগোল পড়ে যায়। ফলকের বিষয়বস্তু পুর কর্তৃপক্ষই লিখে দিয়েছিল বলে পুরসভা সূত্রে জানা গেছে। তবে তাদের সাফাই, মুদ্রণের সময়ই এই বানান বিভ্রান্তি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *